নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): সিঁদুরে মেঘ দেখছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার কেজরিওয়াল বলেছেন, বিজেপি ‘অপারেশন ঝাড়ু’ শুরু করেছে যাতে আমরা বড় হয়ে তাদের কাছে চ্যালেঞ্জ না হয়ে উঠি। ‘অপারেশন ঝাড়ু-র মাধ্যমে এএপি-র বড় বড় নেতাদের গ্রেফতার করা হবে এবং আগামী দিনে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে।
কেজরিওয়াল আরও বলেন, ইডির আইনজীবী ইতিমধ্যেই আদালতে জানিয়েছে যে নির্বাচনের পরেই আম আদমি পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। নির্বাচনের পরই তারা আমাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে, আমাদের অফিস খালি করে দেওয়া হবে এবং আমাদের রাস্তায় নামানো হবে। এই তিনটি পরিকল্পনাই বিজেপির তরফে করা হয়েছে বলে অভিযোগ কেজরিওয়ালের।
2024-05-19