ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়। এর সুবাদে আন্তঃ স্কুল ক্রিকেটের মূলপর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের খেলা চলছে। ২২ মে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা। তিনদলীয় গ্রুপ জি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। শনিবার দুপুরে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় বৃষ্টি ও প্রাকৃতিক পরিবেশের জন্য ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ৮ করা হয়। সেন্ট পলস স্কুল নির্ধারিত ৮ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোমরাজ দে সর্বাধিক ১৬ রান পায়। কেন্দ্রীয় বিদ্যালয় এর রুবল মালাকার ১৪ রানে তিনটি উইকেট তুলে নিয়ে সেন্ট পলস স্কুলকে স্বল্প রানে আটকে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। সৈকত দাস এবং সায়ন লোধ একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কেন্দ্রীয় বিদ্যালয় ৫.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে জয়দীপ দাস অপরাজিত ভূমিকায় সর্বাধিক ২৮ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়।
2024-05-18