পুলিশের এ এস আই-এর বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ, কৃষক আন্দোলনে তপ্ত বাইখোড়া

শান্তিরবাজার, ১৮ মে : দীর্ঘ দিন যাবৎ উৎপাদিত কৃষিজ ফসল বাজারজাত করতে কৃষকদের বাধাদান করে চলেছে বাইখোড়া থানার এস এস আই চন্দ্রকেতু ত্রিপুরা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তোলা আদায়েরও অভিযোগ তুলেছে কৃষকরা। অবশেষে আজ বাধ্য হয়ে বাইখোড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন ক্ষুব্ধ কৃষকরা। ওই ঘটনাকে ঘিরে মধ্যে বাইখোড়ায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সহ বিশাল পুলিশ বাহিনী।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, বাইখোড়া থানার এ এস আই চন্দ্রকেতু ত্রিপুরা প্রতিনিয়ত নানান অজুহাতে নিজের পকেটভারি করার লক্ষ্যে লোকজনদের হয়রানি করে থাকে বলে অভিযোগ। চন্দ্রকেতুর বিভিন্ন কাজের ফলে তাঁকে ঋষ্যমুখ থানায় বদলি করা হয়েছিল। কিন্তু কোনো এক কারণে তাঁর বদলি হয় নি। বর্তমানে সে তান্ডব চলছে বাইখোড়া এলাকায়। চন্দ্রকেতুর তান্ডব থেকে ছাড়া পাচ্ছেন না কৃষক থেকে সাধারন লোকজন। শনিবার বাইখোড়া সাপ্তাহিকবাজারে আগত কৃষকরা চন্দ্রকেতুর দ্বারা হেনস্তা হয়ে পথ অবরোধে বসে।

জনৈক কৃষক জানিয়েছেন, তাঁদের উৎপাদিত কৃষিজ ফসল বাজারজাত করার জন্য অটো বা অন্যান্য গাড়ী করে নিয়ে আসার সময় চন্দ্রকেতু সব্জী বাজারে বসে গাড়ী থেকে চাঁদা আদায় করে। বিগত দিনেও এইভাবে চন্দ্রকেতু তান্ডব চালিয়ে যাচ্ছিলেন । এতে করে যানচালকরা কৃষকদের উৎপাদিক ফসল বাজারে নিয়ে আসতে চায়না। চন্দ্রকেতুর জন্য কৃষকরা সঠিকভাবে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় সকলে ক্ষতির সন্মুখিন হচ্ছে। অবশেষে শনিবার কৃষকরা চন্দ্রকেতু ত্রিপুরার উপর ক্ষুব্ধ হয়ে বাইখোড়ায় জাতীয় সড়ক অবরোধকরে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস। তিনি কৃষকদের আশস্ত করেন চন্দ্রকেতুর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহন করবে।অবশেষে ওসির দেওয়া প্রতিশ্রুতিতে পথ অবরোধ মুক্ত করলেন কৃষকরা।

বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস বলেন, এ এস আই চন্দ্রকেতু ত্রিপুরার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। ওই সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *