পশ্চিম মেদিনীপুর, ১৮ মে (হি. স.): নিরাপত্তাহীনতার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটের আগে সবং থানা ঘেরাও করে শনিবার বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা।
অভিযোগ, শুক্রবার রাতে দশক গ্রাম পঞ্চায়েতের কোলন্দা, রাউতরাবাড়ি, বিলকুয়া-সহ একাধিক এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে বাঁশ-লাঠি দিয়ে পেটানো হয়। রাস্তায় বিজেপি কর্মীদের দেখলেই মারধর করা হচ্ছে। চোখের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার বলে অভিযোগ।
প্রতিবাদ জানাতে এদিন সকাল ৮টা থেকে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। থানার গেটে বিজেপির পতাকা লাগিয়ে দেন তাঁরা। অভিযুক্তরা গ্রেফতার না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় বিজেপি। পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে নিরস্ত হয় বিক্ষোভকারীরা। যদিও তৃণমূলের দাবি, ভিত্তিহীন অভিযোগ। এর নেপথ্যে কোনও রাজনীতি নেই। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা।