পশ্চিম বর্ধমান, ১৮ মে (হি.স.) : ফের বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করল বাইক চুরি চক্রের এক পান্ডাকে। শনিবার দুর্গাপুর থানায় এক সাংবাদিক বৈঠকে ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা জানান বেশ কয়েক মাস ধরেই দুর্গাপুর শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকায় বাইক চুরির ঘটনার অভিযোগ আসছিল।
পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে জামুরিয়া থেকে একজনকে পাকড়াও করে। সেই সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্গাপুরের আমরাই থেকে চুরি যাওয়া ৬ টি বাইক উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে জড়িত আরো বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ। ডিসিপি ইস্ট জানান সম্প্রতি শুধু দুর্গাপুর থানা এলাকার মধ্যে চুরি যাওয়া দশটি বাইক উদ্ধার করেছে তারা। পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন থানা গুলিতেও বাইক চুরি চক্রের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। অত্যাধুনিক জিপিএস সিস্টেম এবং সিসিটিভি র সাহায্যর্থে বাইক চুরি চক্রের কিনারা করতে পেরেছে পুলিশ বলে দাবি তার।