নদীয়া, ১৮ মে (হি.স.): বেআইনি জুয়া এবং সাট্টার ঠেকে হানা দিয়ে পুলিশের জালে গ্রেফতার ৯ অভিযুক্ত। তাদের কাছ থেকে কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার। পু
লিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার শান্তিপুর থানা এলাকার আরবান্দি এক নম্বর পঞ্চায়েত সংলগ্ন বাজার এলাকার একটি জুয়ার ঠেকে হানা দেয় পুলিশ, এরপর ওই জুয়ার ঠেক থেকে ৬ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, তাদের কাছ থেকেও উদ্ধার করে নগদ কয়েক হাজার টাকা। পাশাপাশি শান্তিপুর থানা এলাকার ফিশারিতে একইভাবে চলছিল বেআইনিভাবে সাট্টার ঠেক, সেখানেও হানাদিয়ে আরো চারজনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় ধৃত ৯ই জনের কাছ থেকে কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। সূত্রের খবর অভিযুক্তদের বাড়ি নদীয়ার শান্তিপুর থানা এলাকাতে। শনিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয়।