তুফানগঞ্জ, ১৮ মে (হি. স.) : কোচবিহারের তুফানগঞ্জে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরানফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিলসিকারিপাড়া এলাকার বাসিন্দা গোপাল বর্মন মাঠে গরু আনতে গিয়েছিলেন। তখনই বাজ পড়ে তাঁর মাথায়। তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহারের মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।