নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: আগামী ১৯ মে ত্রিপুরা বাণী প্রকাশনীর উদ্যোগে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে সন্ধ্যা ৬ টায় অমূল্য স্নেহলতা স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। এই বৎসর পুরস্কার প্রাপক বিশিষ্ট লেখক ড. মুকুল কুমার ঘোষ। এই অনুষ্ঠানকে ত্রিপুরা বাণী প্রকাশনী বিশেষ সম্মাননা ও প্রদান করা হবে। ত্রিপুরা বাণী সম্মাননা প্রাপক রাজ্যের বিশিষ্ট ছড়াকার শ্রী চুনি দাশ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী শুভাশিস তলাপাত্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও ছড়াকার শ্রী বিমলেন্দ্র চক্রবর্তী ও বাংলা ও মণিপুরী ভাষার বিশিষ্ট লেখক শ্রী এল বীরমঙ্গল সিংহ।
সভাপতিত্ব করবেন ককবরক ভাষার বিশিষ্ট লেখক শ্রী রবীন্দ্র কিশোর দেববর্মা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা বাণী প্রকাশনীর পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।