উদয়পুর, ১৭ মে (হি. স.): মুম্বইয়ের ঘাটকোপর এলাকায় ধুলো ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় বিলবোর্ড সংস্থার মালিক তথা ব্যবসায়ী ভবেশ ভিন্ডেকে গ্রেফতার করা হল রাজস্থানের উদয়পুর থেকে। সোমবার দুপুরের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, যে বিলবোর্ডটি ঝড়ের কারণে ভেঙে পড়েছিল, তার দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল ১২০ ফুট করে। অথচ, মুম্বই শহর এলাকায় ৪০ ফুটের বেশি লম্বা বা চওড়া কোনও বিলবোর্ডে ছাড়পত্র দেওয়ার কথা নয় পুরসভার। পুলিশ জানিয়েছে ঘটনার পর গাড়ি নিয়ে ভবেশ এলাকা ছাড়েন। মুম্বই পুলিশের আটটি দল ভবেশের খোঁজ চালাচ্ছিল। বারবার জায়গা ও নাম বদল করে পুলিশের চোখকে ফাঁকি দিচ্ছিল ভবেশ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর ভবেশ লোনাভালা চলে যায়। আবার মুম্বই আসে। তারপর থানে, আমেদাবাদ হয়ে রাজস্থানের উদয়পুরে এক হোটেলে নাম ভাঁড়িয়ে ছিল সে। পুলিশের দল সেখানে হানা দিয়ে ভবেশকে গ্রেফতার করে।