পশ্চিম মেদিনীপুর, ১৭ মে (হি. স.) : ঘাটালের বহুকাঙ্ক্ষিত মাস্টারপ্ল্যান কবে শেষ হবে? ভোটের মুখে আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘাটাল লোকসভার দাসপুরে অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচার করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, ঘাটালের মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে।
মমতা দাবি করেন, সমীক্ষার কাজ চলছে। পুরো প্রকল্প শেষ করতে এক হাজার কোটি টাকার মতো লাগবে, তাই একটু অপেক্ষা করতে হবে। তবে তিন-চার বছরের মধ্যেই ঘাটালের মাস্টারপ্ল্যানের পুরো কাজ শেষ হয়ে যাবে বলে ঘাটালের মানুষকে আশ্বাস দেন মমতা।
মমতা বলেন, ‘‘আমি দেবকে বলেছি আমার দু’টি বছর লাগবে। এক হাজার কোটি টাকার প্রকল্প। একটু সময় লাগবে। এত তাড়াতাড়ি করলে হবে না। তবে ও বলার পরেই আমরা সমীক্ষা শুরু করে দিয়েছি। তিন-চার বছরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। কপালেশ্বর-কেলেঘাই করে দিয়েছি। এই মানস ভুঁইয়াকে দেখেছি সব সময় কপালেশ্বর-কেলেঘাই বলে চিৎকার করতে। কিন্তু সেই কাজ করে দিয়েছি।’’
লোকসভা নির্বাচনের আগে জল্পনা তৈরি হয়েছিল, এই বার ভোটে লড়বেন না দেব। সমাজমাধ্যমে একটি পোস্টে দেব সেই সময় লিখেছিলেন, ‘‘সংসদে আমার শেষ দিন।” এতেই অনেকের মনে হয়েছিল, ঘাটাল থেকে আসন্ন লোকসভায় দেব যে আর দাঁড়াতে চাইছেন না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও সরাসরি এ ব্যাপারে কখনওই কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা জানাননি দেব।
তৃণমূল সূত্রে খবর, দেবের মন পরিবর্তন করে তাঁকে আবার ভোটে লড়তে রাজি করানোর নেপথ্যে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র না টাকা দিলেও রাজ্যের টাকাতেই ঘাটালের মাস্টারপ্ল্যান হবে বলেও দেবকে আশ্বাস দিয়েছিলেন তাঁরা।
দাসপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করার চেষ্টা করেছেন, ঘাটালের মাস্টারপ্ল্যান আর আশ্বাসের পর্যায়ে নেই। তা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। শেষও হয়ে যাবে বছর চারেকের মধ্যে। কিন্তু আমজনতার একটা বড় অংশের দাবি, এটা নিছকই ভোটের মুখে একটা ভাঁওতা। কারণ, বহু যুগ ধরে নানা জটিলতায় এগোয়নি ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। বার বার কেন্দ্রের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।