আগরতলা, ১৭ মে: রক্তদান হচ্ছে সর্বদানের মধ্যে মহৎ দান। তাছাড়া, রাজ্য সরকার প্রতিনিয়ত শান্তি সম্প্রীতি বহাল রাখার চেষ্টা করে চলেছে। আজ রামনগরস্থিত রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন মুসলিম ধর্মাবলম্বী যুবকদের এই রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা যায়। রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্দ্যোগে জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার , বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক সহ অন্যান্যরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান বুঝিয়ে দেয় ধর্ম আলাদা হতে পারে কিন্তু সকল মানুষই এক । রক্তদান হচ্ছে সর্বদানের মধ্যে মহৎ দান ।প্রতিটি ক্লাবকে রক্ত দাতাদের ব্লাড গ্রুপ অনুযায়ী লিস্ট তৈরি করতে অনুরোধ করেন তিনি।
তিনি আরও বলেন, রাজ্য সরকার শান্তি সম্প্রীতি বহাল রাখার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় আছে বলেই বিভিন্ন বাণিজ্যিক সংস্থা যথা টাটা গ্রুপের মত সংস্থা রাজ্যে বিনিয়োগ করতে আসছে। সব মিলিয়ে ত্রিপুরার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।

