নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ মে : ত্রিপুরা প্রদেশ বিজেপি শনিবার একযোগে রাজ্যের প্রতিটা মন্ডলে সিপিআইএম এবং কংগ্রেসের বিভিন্ন প্রকারের বিভ্রান্তিমূলক বক্তব্য এবং কর্মসূচির বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগরিত করার প্রশ্নে প্রতিবাদ মিছিল এবং সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত অনুসারে ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কমিটির অন্তর্গত সবকটি মন্ডলেই একযোগে এই কর্মসূচি প্রতিপালিত হতে যাচ্ছে।
ভারতীয় জনতা পার্টির কল্যাণপুর মন্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিধায়ক তথা দলের খোয়াই জেলা সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী এমনটাই দাবি করেছেন।
এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেছেন এই সময়ের মধ্যে যখন রাজ্যের প্রায় প্রতিটা নির্বাচনেই সিপিআইএম এবং কংগ্রেস সাধারণ মানুষের দ্বারা গণ বর্জিত হচ্ছে, তখন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং হাতে গোনা কিছু কর্মী সমর্থকদের নিজেদের সাথে রাখার জন্য রাজ্যজুড়ে বিভ্রান্তি মূলক পরিবেশ তৈরি করছে।
শ্রী দাস চৌধুরী দাবি করেন বর্তমান সময়ে যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, গ্রাম পাহাড় থেকে শুরু করে সর্বত্রই বিজেপির নেতৃত্বে উন্নয়ন চলছে ,প্রশাসন গণমুখী, তখন সিপিআইএম এবং কংগ্রেস সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই জায়গায় দাঁড়িয়ে সার্বিক প্রয়োজনে তথা সমাজের স্বার্থে সিপিআইএম সহ কংগ্রেসের এই অপ প্রয়াসকে প্রতিহত করার আহ্বান এই সাংবাদিক সম্মেলন থেকে রাখেন বিজেপির খোয়াই জেলা সভাপতি।
শ্রী দাস চৌধুরী দাবি করেন খোয়াই জেলার মানুষ তথা রাজ্যের মানুষ কখনোই ভুলতে পারবেনা বামপন্থীদের সময়ের ভয়াবহ পরিস্থিতি। তিনি দাবি করেন বামপন্থীরা যেখানে দাবী করছে কাজ নেই, খাদ্য নেই, সেখানে এমন একটা ঘটনা রাজ্যের মধ্যে কেউ দেখাতে পারবেনা যেখানে খাদ্যের অভাবে কেউ মারা যাচ্ছে, দৃষ্টান্ত স্বরূপ বিধায়ক শ্রী দাস চৌধুরী কভিডের সময় কাল থেকে বিনামূল্যে খাদ্যশস্য প্রদানের বিষয়টাও উল্লেখ করেন।
এই সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি দলের খোয়াই জেলা সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী আশাবাদী আগামীকাল গোটা রাজ্যের পাশাপাশি খোয়াই জেলার অন্তর্গত প্রত্যেকটা মন্ডলেই প্রস্তাবিত প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি সাফল্যমন্ডিত হবে।