আগরতলা, ১৭ মে: বিদ্যাজ্যোতি প্রকল্পে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল নিরাশাজনক। এর ফলস্বরূপ পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খোয়াইয়ের এক ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরই প্রতিবাদে এ আই ডি এস ও -এর পক্ষ থেকে বটতলা এলাকায় এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন সংগঠনের জনৈক নেতা বলেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল নিম্মমানের। এর ফলস্বরূপ খোয়াইয়ের এক ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
তাই সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করতে হবে, স্কুলগুলিতে ইংরেজি বিষয়কে গুরুত্ব সহকারে পড়াতে হবে এবং প্রত্যক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে।