হলদওয়ানি, ১৬ মে (হি.স.) : পিকআপ ভ্যানের ধাক্কায় এক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা পিকআপ ভ্যানের চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়।
উত্তরাখণ্ডের তিনপানী বাইপাসের গোজাজালি বিচুলির কাছে একটি বস্তিতে বসবাসকারী সন্দীপের ছেলে ২.৫ বছরের গণেশের পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চালক পলাতক। এরপর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা পিকআপ ভ্যানটি ভাংচুর করে বিক্ষোভ দেখায় এবং চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। খবর পেয়ে সিও সিটি নিতিন লোহানি, কোতোয়াল হলদওয়ানি উমেশ মালিক তাঁর অধীনস্থ পুলিশকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত শিশুর পরিবারের সদস্যদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শান্ত করেন।