বালিয়া, ১৬ মে (হি. স.) : সেলফি তুলতে গিয়ে সরযূ নদীতে ডুবে মৃত্যু এক যুবকের। নিখোঁজ বছর সতেরোর আরও এক যুবক। যুবকদের নাম কৌশল রাম এবং ঝুনু রাম।
পুলিশের প্রাথমিক অনুমান, সুরযূ নদীর ধরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পিছলে পরে যায় দুই যুবক। পুলিশ সুপার দেও রঞ্জন ভার্মা বলেন, এই খবর পাওয়ার সাথে সাথেই দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। নামানো হয় ডুবুরি। বৃহস্পতিবার সকালে নদী থেকে উদ্ধার করা হয় কৌশলের মরদেহ। এখনও খোঁজ চলছে ঝুনু রামের।