BRAKING NEWS

ভারতীয় ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে সোনার ছেলে নীরজকে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে চাইছেন কোচ ইগর স্তিমাচ!

কলকাতা, ১৬ মে (হি. স.) : বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে ভারতের মরণ-বাঁচন ম্যাচ রয়েছে ৬ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।সেই ম্যাচের আগে ভারতীয় ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে সোনার ছেলে নীরজকে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন কোচ ইগর স্তিমাচ! কিভাবে চাপ সামলে সর্বোচ্চ পর্যায়ে সফল্য পাওয়া যাবে সেই মন্ত্রই সুনীল ছেত্রীদের শেখাতে পারেন সোনার ছেলে নীরজ।

গতকাল বুধবার ভারতীয় দলের অনুশীলন না থাকায় ইগর গিয়েছিলেন কলিঙ্গ স্টেডিয়ামে নীরজের সোনা জয় দেখতে। নীরজের সোনা জয়ের পর উচ্ছ্বসিত ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘প্যারিস অলিম্পিক্সের জন্য নীরজকে শুভেচ্ছা।’’ ভারতীয় ফুটবল দলের প্রস্তুতি শিবিরে নীরজকে নিয়ে যাওয়ার জন্য কি কথা হলো?এই প্রসঙ্গে ইগর বলেছেন, ‘‘বুধবার নিজের ইভেন্ট নিয়ে ব্যস্ত ছিল নীরজ। তাই কথা বলার জন্য সময় বেশি পায়নি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *