রামঠাকুর পাঠশালাকে হারিয়ে মূল পর্বের দাবিদার আনন্দনগর স্কুলও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার লক্ষ্যে আনন্দনগর স্কুলও অন্যতম দাবিদার। ভবনস্ ত্রিপুরা ও আনন্দনগর এর ম্যাচে যে দল জয়ী হবে তারাই মূল পর্বে খেলার সুযোগ পাবে। মনীশ পাল ও প্রীতম দাসের দুর্দান্ত ব্যাটিং। এতে কুপোকাৎ হয়ে গেল রামঠাকুর পাঠশালা। টিসিএ পরিচালিত সদর আন্ত: স্কুল টি-টোয়েন্টি ক্রিকেটে বৃহস্পতিবার ঘটলো এই ঘটনা। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এদিন আনন্দনগর স্কুল মুখোমুখি হয় রামঠাকুর পাঠশালার। ম্যাচে আনন্দনগর স্কুল ৩৮ রানের ব্যবধানে হারিয়ে দিলো রামঠাকুর পাঠশালাকে। টসে জয়লাভ করে আনন্দনগর স্কুল প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৩ রান। ব্যাটে দলের হয়ে মনীশ পাল ৫৭, প্রীতম দাস ৪৪, আকাশ পাল ২২ উল্লেখযোগ্য রান করে। অতিরিক্ত থেকে দল পায় ১৫ রানের ভরসা। বোলিংয়ে রামঠাকুর পাঠশালার হয়ে একা সায়ন দাস ২০ রানে ৪টি উইকেট নেয়। এছাড়া ১টি করে উইকেট নেয় দীপজয় দেবনাথ ও বিশাল দাসরা। জয়ের জন্য রামঠাকুর পাঠশালার সামনে টার্গেট দাঁড়ায় ১৬৪ রানের। যাকে হাসিল করতে নেমে দল শুরুটা ভালো করলে ও শেষটা সঠিকভাবে করতে পারেনি। যার দরুন ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় রামঠাকুর স্কুলের স্কোর। ব্যাটে দলের হয়ে সুরজ সাহা ৪১, উদয় সাহা ১৯,দীপজয় দেবনাথ ১৩ রান করে। এছাড়া আর কেউই দু অংকের রান করতে পারেনি। অতিরিক্তের ৩০ রানের সুবাদে ১২৫ রান পর্যন্ত করতে সক্ষম হয় রামঠাকুর স্কুল। বিজয়ী দলের হয়ে বল হাতে রাজীব দাস ৫টি, সাহিল রায় ২টি এবং একটি করে উইকেট নেয় জনসন দেববর্মা, প্রীতম দাসরা। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে রাজীব দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *