ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় দলবাজির অভিযোগে পথ অবরোধ

জলপাইগুড়ি, ১৬ মে (হি. স.) : ৩১ মার্চ টর্নেডোর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল জলপাইগুড়ির সদর ব্লকের সুকান্ত নগরের এলাকার বেশ কিছু পরিবার। তাদের ঘরবাড়ি সহ প্রায় সবকিছুই নষ্ট হয়ে গেছিল। প্রশাসনের তরফে ওই পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়। ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় বেছে বেছে বিজেপি কর্মীদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার পথ অবরোধ করলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের অভিযোগ টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের তালিকায় বেছে বেছে বিজেপি কর্মীদের নাম ঢুকিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। ক্ষতিগ্রস্ত হলেও তাতে নাম ঢোকানো হয়নি এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের। বিজেপির লোকেরা ঘর তৈরির টাকা পেয়ে গেছেন। কিন্তু, বঞ্চিত রয়ে গেছেন তৃণমূল কর্মীরা।

বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই টর্নেডোয় ক্ষতিপূরণ নিয়ে রাজনীতির অভিযোগ তুলে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নগর এলাকায় রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে দলের ঝাণ্ডা লাগিয়ে পথ অবরোধ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এখানে বিজেপির পঞ্চায়েত রাতের অন্ধকারে তালিকা তৈরি করে বিজেপি নেতা-কর্মীদের টাকা পাইয়ে দেয়। কিন্তু, আমাদের তালিকাতে নাম থাকলেও এখনও এক টাকাও মেলেনি ক্ষতিপূরণ, সেই দাবিতেই পথ অবরোধ করা হয়েছে। দ্রুত বিজেপিকে তালিকা সামনে আনতে হবে।

অন্যদিকে বিজেপির সাফ বক্তব্য, আদর্শ আচরণ বিধি চালু রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তারা তৈরি করেনি। যা করার প্রশাসন করেছে। তৃণমূলের তরফে যে অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। অযথা মিথ্যা কথা বলে ওরা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা করছে। আশা করি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ৩১ মার্চ আচমকা টর্নেডোর হানায় ক্ষতিগ্রস্ত হয়েছিল জলপাইগুড়ির সুকান্ত নগরের বিস্তীর্ণ অঞ্চল। প্রচুর মানুষ ঘরছাড়া হন। সেই সময় তৃণমূল ও বিজেপির তরফে প্রতিনিধি দল গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে। এখন সেই ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *