প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে অত্যাচারের শিকার যুবতী, অভিযুক্তের শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মে: প্রেমিকের সাথে পালিয়ে চেন্নাই গিয়ে বীভৎস অত্যাচারের শিকার হয়েছেন উদয়পুরের যুবতি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।
ঘটনার বিবরনে প্রকাশ, গত একবছর ধরে উদয়পুর মহারানী এলাকায় হিমাংশু দাশের ১৯ বছরের মেয়ে অনিষা দাশ মোবাইলে দক্ষিন জেলার রাধানগর এলাকার সজল পালের ছেলে রাহুল পালের সাথে সম্পর্ক হয়। এক বছরে সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে উঠে। পরবর্তী সময়ে সম্পর্ক ভালবাসায় রূপ নেয়। গত এপ্রিল মাসে অনিষা এবং রাহুল সিদ্ধান্ত নেয় তারা সংসার করবে। ইতিমধ্যে রাহুল চেন্নাইতে একটি বেসরকারি সংস্থায় কাজ পায়। এই কথা অনিষাকে জানানো হয়। পরে তারা সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন দের না জানিয়ে রাহুল গত ৯ ই মে অনিষাকে নিয়ে চেন্নাই পারি দেবে।

সেই মতো রাহুল অনিষাকে নিয়ে চেন্নাইর উদ্দেশ্যে পারি দিয়েছে‌। তবে তার পর থেকেই অনিষার উপর অত্যাচার করতে থাকে রাহুল। গত ১৪ ই মে অনিষার অত্যাচারের দূশ্য দেখে প্রতিবেশীরা অনিষাকে বিমানের  টিকিট কেটে আগরতলায় পাটিয়ে দিয়ে অনিষার বাবাকে খবর পাঠায়। অনিষার বাবা আগরতলা বিমান বন্দর থেকে মেয়ের উপর এই জঘন্য অত্যাচারের দূশ্য দেখে সোজা গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে অনিষা গোমতী জেলা হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে চিকিৎসাধীন। কথা বলতে খুবই অসুবিধা হয়। সারা মুখে কামড়ের দাগ, সারা শরীরে অত্যাচারের দাগ রয়েছে তার।

বুধবার গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটাই দাবি জানিয়েছে অনিষা, তার উপর যে অত্যাচার করেছে রাহুল তার বিচার যেন হয়। অনিষার বাবা উদয়পুর মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানায়। এখন দেখার বিষয় পুলিশ রাহুলকে চেন্নাই থেকে গ্ৰেপ্তার করে নিয়ে এসে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করে কিনা সেই দিকে তাকিয়ে আছে অনিষা ও তার পরিবার।