আমেঠি ও রায়বরেলির জনতাকে সর্বদা ভুল বুঝিয়েছে গান্ধী পরিবার : কেশব প্রসাদ মৌর্য

লখনউ, ১৫ মে (হি.স.): গান্ধী পরিবারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বুধবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “আমেঠি ও রায়বরেলির জনতাকে সর্বদা ভুল বোঝানোর কাজ করেছে গান্ধী পরিবার।”

তাঁর কথায়, “আমেঠির জনগণ ২০১৯ সালের তাঁদের শাস্তি দিয়েছিল। ২০২৪ সালে রায়বরেলির জনগণ তাঁদের শাস্তি দেবে, যখন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী রায়বরেলি থেকে হারবেন।”

ইন্ডি জোটের সমালোচনা করে কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “তাঁরা (ইন্ডি জোট) যত খুশি প্রেস কনফারেন্স, র‌্যালি এবং মিটিং করতে পারে কিন্তু প্রধানমন্ত্রী মোদী দেশের মানুষের মনে বেঁচে আছেন। জনগণের মনে বাস করেন। দেশের আশীর্বাদ রয়েছে প্রধানমন্ত্রী মোদী, বিজেপি ও ”লোটাস”-এর সঙ্গে। সুতরাং, আমরা উত্তর প্রদেশের ৮০টি আসনই জিতব, আবারও মোদী সরকার গঠিত হবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *