হুগলি, ১৫ মে, (হি স): ‘মোদী গ্যারান্টি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রতিটা কাজে ভাঁওতা দিচ্ছে। ফোরটোয়েন্টি গ্যারান্টি।”
মমতা বলেন, ‘‘রবীন্দ্রনাথকে চেনেন না। ছবি উল্টো করে ধরেছিলেন। আর বিজ্ঞাপনে বলছে যে উনি বাংলার নেতা। বাংলার দুর্ভাগ্য কোনও দিন হবে না। ও রকম নেতাকে কোনও দিন বাংলা গ্রহণ করবে না।’’
প্রচার শুরুতে মমতা বলেন, ‘‘এত রোদের মধ্যে যে ভাবে সবাই এসেছেন তা দেখে আমি আপ্লুত।” পরে বলেন, “নির্বাচন কমিশন এক বারও দেখেছে মানুষের গরমে কত কষ্ট হয়। এক বারও মানুষের কথা ভেবেছেন? নিজেরা এসি ঘরে বসে থাকেন। বাংলার সঙ্গে অন্যায় করার প্রতিবাদে এক জন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন।’’
বুধবার জোড়া কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে তিনি হুগলি লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন। সভাটি হয় চুঁচুড়া বিধানসভা এলাকায়। ২০১৯ সালে তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে হারিয়ে জয়ী হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এ বার হুগলি লোকসভায় লকেটের সঙ্গে লড়াই রচনার।