আগরতলা, ১৪ মে: বিএমএসের নাম ভাঙিয়ে ই রিকশা শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে তিনজন ব্যক্তি। পরর্বতীতে তাদের পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বিএমএসের কর্মীরা পূর্ব থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন।
বিএমএসের জনৈক কর্মী জানিয়েছেন, বিএমএস অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংঘের কাছ থেকে সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা তুলতে গিয়েছিলেম তিনজন। তাঁরা শ্রমিকদের কাছ থেকে ২৫০ টাকা করে চাঁদা তুলছিলেন।পরর্বতী সময়ে ঘটনাটি ই- রিক্সা শ্রমিকদের নজর আসতেই তাদেরকে মোটরস্ট্যান্ড এলাকা থেকে পাকড়াও করে। সাথে সাথে পুলিশের কাছে খবর পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।
এদিকে এরই প্রতিবাদে সরব হয়েছে বিএমএসের কর্মীরা। সংগঠনের কর্মীরা তাদের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করে। পরর্বতী সময়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।