নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: ভিকি খুন কান্ডের ঘটনায় অভিযুক্তদের ফের রিমান্ডে পাঠালো আদালত। উষা বাজার গুলি কাণ্ডে গ্রেপ্তার আজ আবারো কোর্টে তোলা হয় প্রদ্যুৎ ধর চৌধুরী, সুস্মিতা সরকার এবং বীরচক্র ঘোষকে।
আদালত প্রদ্যুৎধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে ১৫ দিনের পুলিশ রিমান্ডের এর নির্দেশ দিয়েছেন এবং বীর চক্র ঘোষকে ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকার পক্ষের আইনজীবী শংকর লোধ জানিয়েছেন, এখনো তেমন কোনো তথ্য বেরিয়ে আসেনি। গোটা ঘটনাটা এখনও তদন্ত সাপেক্ষ। পুলিশ অভিযুক্তদের থেকে বিভিন্ন তথ্য বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অভিযুক্তরা তেমনভাবে সহযোগিতা না করায় পুনরায় তাদের রিমান্ডে নিয়ে গিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এদিকে সিনিয়র এডভোকেট সম্রাট কর ভৌমিকের আগাম জামিনের আবেদনের বিষয়ে জানতে চাওয়া হতে সরকার পক্ষের আইনজীবী শংকর লোধ জানান, এখনো আইনি নোটিশ পাওয়া যায়নি। তাই এই বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।