বিলোনীয়, ১৪ মে : গাঁজা পাচারকালে পুলিশের হাতে আটক দুই ব্যক্তি। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে চার বস্তায় মোট ৯৯ কেজি গাঁজা উদ্ধার করে বিলোনিয়া থানার পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ঋষ্যমুখ ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হবে। সেই খবরের বিলোনিয়া মকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়েছে। দিন গাঁজার বস্তা নিয়ে যাওয়ার সময় ঝড়ঝড়ি এলাকায় প্রথমে পুলিশ আটক করেছে সনক চৌধুরী নামে এক পাচারকারীকে। সে ওই গাঁজার মালিক বলে জানা গিয়েছে। গাঁজার মালিক সনক তার গাঁজা ভর্তি টিআর০৮বি০৪৬৮ নম্বরের গাড়ির সামনে সামনে প্রহরীর মত আসছিলেন। এর মাঝেই আটক করে ফেলে পুলিশ। গাড়ি থেকে চার বস্তায় মোট ৯৯ কেজি গাঁজা উদ্ধার করে। সাথে গাড়ির চালক পরিমল দেবনাথকে আটক করতে সক্ষম হয়েছে।