নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): দিল্লিতে আগুন লাগল আয়কর দফতরের অফিসে। মঙ্গলবার বিকেলে দিল্লির আইটিও এলাকার কেন্দ্রীয় রেভেনিউ ভবনে অবস্থিত আয়কর দফতরের অফিসে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন এবং ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছেছে দমকলের মোট ২১টি ইঞ্জিন। আগুন এখনও নেভেনি, ভিতরে দাউদাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা।
দমকল জানিয়েছে, মঙ্গলবার দিল্লির আইটিও এলাকার কেন্দ্রীয় রেভেনিউ ভবনে আগুন লাগে। মোট ২১টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। বিকেল ৩.০৭ মিনিট নাগাদ আগুন লাগার বিষয়ে জানতে পারে দমকল। বিল্ডিংটি পুরাতন পুলিশ সদর দফতরের বিপরীতে অবস্থিত, অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন ও ৭ জনকে উদ্ধার করা হয়েছে।