বজালি (অসম), ১৪ মে (হি.স.) : নিম্ন অসমের বজালিতে অতিরিক্ত জেলাশাসক (এডিসি)-র সই জাল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্ৰীতম দেবচৌধুরী নামের জনৈক আইনজীবীকে।
প্ৰীতম দেবচৌধুরী বজালি বিচারবিভাগীয় আদালতের একজন আইনজীবী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি অ্যাফিডেফিটে বজালির অতিরিক্ত জেলাশাসক প্ৰাঞ্জল কোঁওরের সই জাল করেছিলেন।
বজালির প্রশাসনিক ম্যাজিস্ট্রেট গৌরবশেখর দাসের এজাহারের ভিত্তিতে আইনজীবী প্ৰীতম দেবচৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে বজালি বিচারবিভাগীয় আদালতে হাজির করা হয়েছে।