BRAKING NEWS

(আপডেট) কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালালো খুনের আসামী, অভিযোগের তীর জেলারের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ মে : মঙ্গলবার সকালে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল কুখ্যাত খুনের আসামী স্বর্ণ কুমার ত্রিপুরা। পূর্বেও দুইবার সে জেল থেকে পালিয়েছিল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে যায় কুখ্যাত খুনের মামলার আসামী স্বর্ণ কুমার ত্রিপুরা। পূর্বেও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এবং ২০২২ সালের জানুয়ারি মাসে কাঞ্চনপুর জেল থেকে পালিয়েছিল সে। ঘটনার পরপরই দৌড়ঝাপ শুরু হয় সংশোধনাগারে। এদিকে খবর পেয়ে ছুটে গিয়েছেন সিপাহীজলা জেলার জেলাশাসক,পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

উল্লেখ্য, স্বর্ণ কুমার ত্রিপুরা, পিতা বীরেন্দ্র ত্রিপুরা, তার বাড়ি সাউথ মনু বাজার ছোট্ট শাকবাড়ী এলাকায়। ২০১৪ সালে চুরির মামলায় স্বর্ণ কুমার ত্রিপুরা দক্ষিণ মনু সংশোধনাগারে ছিল। সেখান থেকে এক পুলিশ কর্মীকে খুন করে পালিয়ে যায় সে। পরে রাজ্য পুলিশ বহিঃরাজ্য থেকে স্বর্ণ কুমার ত্রিপুরাকে আটক করে বিশালগড় সংশোধনাগারে নিয়ে আসে। এরপরও ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এবং ২০২২ সালের জানুয়ারি মাসে কাঞ্চনপুর জেল থেকে পালিয়েছিল সে।

জানা যায় পলাতক খুনের মামলার আসামি স্বর্ণ কুমার ত্রিপুরার বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নাম্বার এস টি (৩৪)এস টি /এস(২০২১)আন্ডার সেকশন ৩০২/২০১/১০২(বি৩৪)অফ আই পি সি ফ্রম কেন্দ্রীয় সংশোধনাগার বিএল এস এস পি জি ডিস্ট্রিক্ট ত্রিপুরা। খবর পেয়ে সাংবাদিকরা কেন্দ্রীয় সংশোধনাগারে ঢুকতে চাইলে সাংবাদিকদের জেলে ঢুকতে দেওয়া হয়নি। জেলার দেবাশীষ শীল ও সাব জেলার নান্টু দাসের সঙ্গে কথা বলতে চাইলে সাংবাদিকদের সঙ্গে কোন প্রকার কথা বলতে নারাজ তারা।

সূত্রের খবর, কুখ্যাত খুনের আসামী জেল থেকে পালানোর ঘটনায় আর্থিক লেনদেনের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রায় ২৫ লক্ষ টাকার লেনদেনের ফলেই জেল থেকে পালাতে সক্ষম হয়েছে কুখ্যাত এই আসামী। এমনকি, জেলার দেবাশীষ শীলের বিরুদ্ধে জেল থেকে এই আসামীর পালিয়ে যাওয়ার ব্লু প্রিন্ট তৈরি করার অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *