নয়াদিল্লি, ১৪ মে (হি. স.): আবগারি কেলেঙ্কারি মামলায় শর্তাধীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এবার এই মামলায় ফাঁসতে চলেছে সামগ্রিকভাবে তাঁর দলই। মঙ্গলবার দিল্লি হাইকোর্টকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অভিযুক্তর তালিকায় যুক্ত করা হবে আম আদমি পার্টিকে।
জানা গেছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি আদালতে জানিয়েছে এই মামলায় একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। তাতে অভিযুক্ত হিসেবে নাম থাকবে আম আদমি পার্টির। সম্ভবত, এই প্রথম ভারতে কোনও মামলায় অভিযুক্ত করা হচ্ছে সামগ্রিকভাবে কোনও রাজনৈতিক দলকে। গোটা দল অভিযুক্ত, এর আগে এমন নজির নেই।