হার্ভে-৩৪৫/৮
ইউ বি এস টি-২১৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় অব্যবহত রাখলো শক্তিশালী হার্ভে। টানা ৪ ম্যাচে জয় পেয়ে রান রেটে শীর্ষে বিশ্বজিৎ পালের দল রয়েছে শীর্ষ স্থানে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার হার্ভে ১৩০ রানে পরাজিত করে ইউনাইটেড বি এস টি-কে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে হার্ভের গড়া বিশাল ৩৪৫ রানের জবাবে ইউ বি এস টি ২১৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের প্রখর ভার্মা শতরান করেন। এছাড়া দলনায়ক রিয়াজ উদ্দিন এবং স্বরব সাহানি অর্ধশতরান করেছেন। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লপাভ করে শুরু থেকে দ্রুত রান তোলার দিকে নজর দেন হার্ভের ব্যাটসম্যান-রা। শুরুতে প্রখর, রিয়াজ এবং শেষটা করেন স্বরব। ওই ত্রয়ীর দাপটে হার্ভে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বিশাল ৩৪৫ রান করে। এদিন ব্যাট হাতে দুরন্ত শতরান করেন প্রখর। ১০৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৬ রান করেন। এছাড়া স্বরব সাহানি ২৮ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫, দলনায়ক রিয়াজ উদ্দিন ৫১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, অলটামাল ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, আরমান হোসেন ৪০ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং সাহিল সুলতান ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। ইউ বি এস টি-র পক্ষে এস এ সিন্ধে ৬৬ রানে ৪ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে এস এ সিন্ধে ১৬৩০৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪, সুকান্ত রিয়াং ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, মনোজিৎ দাস ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং সমীর দেববর্মা ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। হার্ভের পক্ষে প্রভাত যাদব ৩২ রানে ৩ টি, প্রখর ভর্মা ২৩ রানে এবং স্বরব সাহানি ৪২ রানে ২ টি করে উইকেট দখল করেন।