আগরতলা, ১৩ মে : পানীয় জলের সমস্যায় নাজেহাল এলাকাবাসী। দীর্ঘ দিন সমস্যার সমাধান না পেয়ে ফের পানীয় জলের দাবিতে আজ জহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক পথ অবরোধে বসেন আমবাসা বিধানসভার অন্তর্গত পাইজাবাড়ি এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন দুই মাস পানীয় জলের সমস্যায় ভুগছেন আমবাসা বিধানসভার অন্তর্গত পাইজাবাড়ি এলাকাবাসী। একাধিকবার এ বিষয়ে প্রসাশনের পঞ্চায়েতে জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করেনি। তাই আজ সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন তাঁরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছেন দূত পানীয় জলের সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।