উত্তর ২৪ পরগনা, ১৩ মে (হি.স.): “তৃণমূলে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপির পকেটে”। সোমবার বনগাঁর সভা থেকে এই অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয় দফা ভোটের আগে ভোটদানের হারে প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত তথ্যের হেরফের নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৯ লক্ষ ভোটযন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছিলেন তিনি। এর পাশাপাশি, আক্রমণ করতে ছাড়েননি নির্বাচন কমিশনকেও। এবার তাঁর সরাসরি অভিযোগ, চাপড়ায় তৃণমূলে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপির পকেটে।
তিনি বললেন, ‘ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়েছে বিজেপিতে, চাপড়াতে আমরা হাতেনাতে ধরেছি’ । মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির তরফে কারও কারও হাতে টাকাও দেওয়া হয়েছে !