নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী পদেই থাকছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবিতে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দিল্লি আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় ইডি-র গ্রেফতারির প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণের দাবিতে আবেদন জমা পড়েছিল। কিন্তু, সেই আবেদন সোমবার সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।
বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের একটি বেঞ্চ জানিয়েছে, এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না, এটি দেখা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের উপর নির্ভর করে। বেঞ্চ বলেছে, “এ সবের মধ্যে আমরা কীভাবে যাব? উপ-রাজ্যপাল চাইলে তাঁকে ব্যবস্থা নিতে দিন।”