সন্দেহের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী, আটক অভিযুক্ত

আগরতলা, ১৩ মে: পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। রোমহর্ষক ওই ঘটনার সাক্ষী হয়েছে ত্রিপুরা। আজ ভোরে আর কে পুর থানাধীন উদয়পুর পুলিশ লাইন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। পাশাপাশি পুলিশ ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর পুলিশ লাইন এলাকার বাসিন্দা আশিষ দে (৪৫ ) স্হানীয় পান চাষী ছিলেন। গত ১৯ বছর আগে আশিষ দে ও নমিতা দের (৩৬) বিয়ে হয়েছিল। বর্তমানে তাঁদের দুই পুত্র ও একজন কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত কিছুদিন যাবৎ স্ত্রীকে সন্দেহ করছিলেন স্বামী। স্বামীর ধারণা ছিল নমিতা দের পরপুরুষের সাথে সম্পর্ক রয়েছে। সেই সন্দেহের জেরে গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। আজ ভোর তিনটে নাগাদ পাশের ঘরে যখন সন্তানরা ঘুমোচ্ছিল  ঠিক সেই সময় পান খেতের দা দিয়ে হত্যা করে স্ত্রী নমিতা দেকে। 

ওই ঘটনা প্রকাশ্যে আসতেই জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাথে সাথে পুলিশকে খবর পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। স্বামী আশীষ দেকে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *