আগরতলা, ১৩ মে : বিদ্যাজ্যোতি প্রকল্পে শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব হয়েছে এআইডিএসও। মাতৃভাষায় শিক্ষা প্রদান, প্রথম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন সহ একাধিক দাবিতে শিক্ষা দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এআইডিএসও।
এআইডিএসও-আর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য বলেন, বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে পঠনপাঠন লাটে উঠেছে। ছাত্রছাত্রীদের মধ্যে ভয় কাজ করছে। কারণ, ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশুনা করতে হবে। হঠাৎ করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিক্ষা ক্ষেত্রে উন্নতি হবে না। তাই সংগঠনের তরফ থেকে মাতৃভাষায় শিক্ষা প্রদান, প্রথম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন সহ একাধিক দাবিতে শিক্ষা দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে সমস্ত বিষয়ের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার আহবান করেছেন তিনি।