নয়াদিল্লি, ১২ মে (হি. স.): নির্বাচনী আবহের মধ্যেই আবার বোমাতঙ্ক। এবার বোমা হামলার হুমকি হাসপাতালে। রবিবার রাজধানী দিল্লির দুটি সরকারি হাসপাতালে বোমাতঙ্কের খবর মিলেছে।
জানা গেছে, বুরারির সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরির সঞ্জয় গান্ধী হাসপাতালে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। হুমকি ইমেল পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে পুলিশ বাহিনী। দিল্লি পুলিশের তরফে দল গঠন করে শুরু হয়েছে অনুসন্ধান অভিযান।