মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে নিষিদ্ধ দুই জঙ্গি সংগঠনের ব্যাপক বন্দুকযুদ্ধ, হত দুই, ঘায়েল নয়

ইমফল, ১২ মে (হি.স.) : মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে ‘কুকি ন্যাশনাল ফ্রন্ট-বার্মা’ (কেএনএফ-বি) এবং ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (পিডিএফ)-এর সমন্বয়ে গঠিত এক গোষ্ঠীর সঙ্গে উত্তরপূর্ব ভিত্তিক আরেক জঙ্গি সংগঠনের ব্যাপক বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে দুজনের।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, ঘটনাটি শনিবার রাত প্রায় ১২:৪০ নাগাদ মণিপুরের কামজং জেলার প্রত্যন্ত গ্রাম এবং ভারত-মায়ানমার সীমান্তে পিলার নম্বর ৯০ ও ৯১-এর আশপাশে ঘটেছে। কামজং গ্রামে এ ধরনের ঘটনা গত কয়েকদিন ধরে সংঘটিত হচ্ছে। সংঘর্ষে কেএনএফ-বি এবং পিডিএফ-এর দুই ক্যাডার সহ উভয় পক্ষের নয়জন ঘায়েল হয়েছে বলেও খবরে প্রকাশ।

পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং কেএনএফ (বি)-এর ক্যাডারদের সমন্বয়ে গঠিত দল মায়ানমারের সাগাইং অঞ্চলের মায়োথিতে অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় জঙ্গি গোষ্ঠীর একটি শিবিরে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। রকেট চালিত গ্রেনেড (আরপিজি) এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মায়ানমার ভিত্তিক কুকি জঙ্গিরা গত তিন দিন ধরে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। তবে সংঘৰ্ষের সম্পূর্ণ বিবরণ দিতে পারছে না রাজ্য পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *