পাটনা, ১২ মে (হি. স.): অন্তর্বর্তী জামিন পাওয়ার পর জেল থেকে বেরিয়েই কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের সেইসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসরাইয়ের বিজেপি প্রার্থী গিরিরাজ সিং বলেন, কেজরিওয়াল ভয় পেয়েছেন এবং সবেমাত্র জেল থেকে প্যারোলে বেরিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল আসলে এমন এক ব্যক্তির যার কথার ঠিক নেই।
গিরিরাজ বলেন, যখন রাম মন্দির নিয়ে বিতর্ক হয়েছিল, তখন কেজরিওয়াল বলতেন ওখানে আমি যাব না, কিন্তু তারপরে তিনি রামভক্ত হয়ে গেলেন । আসলে তিনি রামভক্ত বা হনুমান ভক্ত নন, তিনি ক্ষমতার ভক্ত । তিনি আরও বলেন যে, কেজরিওয়ালের প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার দরকার নেই। যতদিন দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীকে চান, ততদিন তিনি দেশকে দিশা দেখাবেন, ২০২৯ সালের পরেও দেশের মানুষ চাইলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন।