নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে: মানবতার প্রকৃষ্ট কোনো নির্দশন থাকলে তা হচ্ছে রক্তদান, এর থেকে বড় কোনো দান হয়না। রবিবার মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তিরোধান দিবস উপলক্ষে বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরে রক্তদান শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী আরো বলেন, রক্তদান করার ক্ষেত্রে ত্রিপুরা গোটা দেশে প্রথম স্থানে রয়েছে। একজন রক্তদাতা চারজনের জীবন বাঁচাতে পারেন। তবে রাজ্যে বর্তমানে নির্বাচন চলাকালীন সময়ে রক্তদানের মাত্রা কিছুটা কমেছে। ফলে রক্ত সংকটের তৈরি হয়েছে। তবে গোটা দেশে গোটা বছরব্যাপীই নির্বাচন চলতে থাকে। যার ফলে গোটা বছরেই রক্তদান কিছুটা বিঘ্নিত হচ্ছে। তাই “এক দেশ, এক নির্বাচন” এই ব্যবস্থা চালু হতে রক্তদানের মাত্রা আরো বৃদ্ধি পাবে, এবং রক্তসংকট দূর হবে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্যরা গোটা রক্তদান শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আরালিয়াস্থিত প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন। সেখানে উনার সঙ্গে ছিলেন মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।