নয়াদিল্লি, ১২ মে (হি. স.): জেল থেকে অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়েই আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ভোটপ্রচারে নেমেছেন অরবিন্দ কেজরিওয়াল। একের পর এক সভায় তিনি কেন্দ্রীয় সরকারকে তোপ দাগছেন। এবার তিনি ঘোষণা করলেন একাধিক গ্যারান্টির কথা।
কেজরিওয়ালের এই গ্যারান্টির তালিকায় প্রথমেই রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। তার পরেই এই তালিকায় বিশেষভাবে উল্লেখ আছে সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও বিনামূল্যে শিক্ষা। কেজরিওয়ালের তৃতীয় গ্যারান্টি হল স্বাস্থ্য। গোটা দেশের সরকারি হাসপাতালগুলির জন্য ৫ লক্ষ কোটি টাকার বাজেট পরিকল্পনা করেছেন তিনি। দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি গ্রামের প্রত্যেক মহিলাদের জন্য বিশেষ ক্লিনিক খোলারও প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল।