ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী হয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে দুপুরের ম্যাচে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল ৩২ রানের ব্যবধানে সেন্ট পলস স্কুলকে পরাজিত করেছে। বৃষ্টিতে মাঠ অপ্রস্তুত হয়ে যাওয়ায় খেলা শুরুতে এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। স্বাভাবিক কারণে ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়েছে। টস জিতে সেন্ট পলস স্কুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে উনাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল সীমিত ১৫ ওভারে পাঁচ উইকেটে ১৩৪ সংগ্রহ করে। দলের পক্ষে আব্দুল রহমানের ৩১ এবং আবির কর্মকারের ২৯ রান উল্লেখযোগ্য। সেন্ট পলস স্কুলের স্বর্ণদ্বীপ দেব দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট পলস স্কুল আট উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৫ ওভার ফুরিয়ে যায়। বিপ্রদীপ রুদ্র পাল সর্বাধিক ২৯ রান পায়। উমাকান্ত একাডেমির উদীত্ত দেব ১০ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, আবির কর্মকারও পেয়েছে দুটি উইকেট।
2024-05-11