ধুবড়ি (অসম), ১১ মে (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত তামারহাটের ১২৭ (বি) নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে জনৈক পথচারিণীর। নিহতকে তামারহাটের নাটাবাড়ি গ্রামের জনৈক শান্ত সাহা বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে তামারহাটের ১২৭ (বি) নম্বর জাতীয় সড়কে ওই দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে। পথচারিণী মহিলাকে পিষে দ্রুত পালিয়ে যায় দুরন্ত ডাম্পার। তখন উত্তেজিত জনতা তীব্ৰবেগে আগত অন্য একটি ডাম্পারের গতিরোধ করে তাতে অগ্নিসংযোগ করেন।
নিহত শান্ত সাহা তামারহাট আঞ্চলিক বাঙালি যুবছাত্ৰ ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। সড়ক দুৰ্ঘটনাকে কেন্দ্ৰ করে তামারহাট থানার সামনে পুলিশের সঙ্গে তীব্ৰ বাকবিতণ্ডা করেন ক্ষুব্ধ জনতা। তাঁদের অভিযোগ, এই এলাকায় যাতায়াতকারী ডাম্পারগুলির সঙ্গে পুলিশের গোপন সমঝোতা রয়েছে। যার ফলে ডাম্পারগুলি এত বেপরোয়াভাবে চলাচল করে।
এদিকে আজ শনিবার সকালে শান্ত সাহার মৃত্যুর প্রতিবাদে পুলিশ ও সাধারণ প্ৰশাসনের বিরুদ্ধে থানার সামনে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়কে অবরোধ গড়ে এলাকা উত্তাল করে তুলেন।

