বি সি সি-৮৩
চলমান সঙ্ঘ-৮৫/২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হলেও দারুন জয় চলমান সংঘের। দ্বিতীয় জয় পেলো চলমান সঙ্ঘ। ৮ উইকেটে পরাজিত করলো দুর্বল বি সি সি-কে। রকির দুরন্ত ব্যাটিংয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে নেয় তপন দেবের দল চলমান সঙ্ঘ। ম্যাচে বি সি সি-র গড়া ৮২ রানের জবাবে চলমান সঙ্ঘ ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রকি ঝড়ো ৪৩ রান করেন। আসরে প্রথম ৩ ম্যাচে পরাজিত হয়ে হ্যাটট্রিক করলো বি সি সি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বি সি সি ২১.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে দীপঙ্কর ভাটনাগর ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, পামীর দেবনাথ ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, অর্কজিৎ সাহা ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং পরমজিৎ ঘোষ ২০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। চলমানের পক্ষে কৃষ্ণধন নম: ১৮ রানে ৫ টি এবং দেবোত্তম ঘোষ ৯ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ৫৭ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চলমান সঙ্ঘ। দলের পক্ষে রকি ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং কৃষ্ণকমল আচার্য ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রানে অপরাজিত থেকে যান। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দুর্দান্ত বোলার কৃষ্ণধন নমঃ।