আগরতলা, ১১ মে: পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হলেন সাংবাদিক বাপি রায়। আগরতলায় গণরাজ চৌমুহনীর সন্নিকটে গতকাল মিডিয়া হাউজে সাংবাদিকের দায়িত্ব পালন করে বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হন ত্রিপুরার জার্নালিস্টস ইউনিয়নের সদস্য বাপি রায় ।
গণরাজ চৌমুহনি পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে নম্বর বিহীন এক স্কুটি চালক অকস্মাৎ তাকে দাঁড় করিয়ে কোন কারণ ছাড়াই বাকবিতন্ডা শুরু করে এবং এক সময় গুরুতর ভাবে আক্রমণ করে বসে সাংবাদিক বাপি রায়কে। নাম্বার বিহীন স্কুটি চালককে দ্রুততার সঙ্গে সনাক্ত করে পুলিশ প্রশাসনের কাছে দোষীকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন।