ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ৭ রাজ্য দাবায় বালিকা বিভাগে এস দিলশাদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এক পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স খেতাব পেয়েছে অবন্তিকা চক্রবর্তী। এছাড়া, ঐশানি ভৌমিকের পয়েন্ট সমান হলেও ভোকলস পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থান পেয়েছে। বয়স ভিত্তিক একই গ্রুপে বিশেষ করে ছেলেদের অনূর্ধ্ব ৭ বিভাগে তৃতীয় রাউন্ডের খেলা শেষে প্রভজ্যোত ভট্টাচার্য ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দেবরাজ ভট্টাচার্য সম সংখ্যক পয়েন্ট পেলেও ভোকলসে পিছিয়ে দ্বিতীয় শীর্ষে রয়েছে। দুই করে পয়েন্ট পেয়েছে আদিত্য সাহা, দীপ্তনীল দেব ও শঙ্খদীপ পাল। দেড় করে পয়েন্ট পেয়েছে ডঙ্গই দেববর্মা ও তুষার দেবনাথ। মোট ১০ জন এবং বালিকা বিভাগে ৬ জন এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বালক বিভাগের চতুর্থ তথা শেষ রাউন্ডের খেলা আগামীকাল সাড়ে দশটায় শুরু হবে। ত্রিপুরা চেস এসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য একই উদ্যোগে ত্রিপুরায় রাজ্য মহিলা দাবা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে। ৩ রাউন্ডের খেলা শেষে অর্শিয়া দাস অপরাজিত ভূমিকায় ৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। একান্তিকা সরকারও অপরাজিত থেকে ৩ পয়েন্ট পেলেও ভোকলসে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় শীর্ষে রয়েছে। দুই পয়েন্ট পেয়ে তৃতীয় শীর্ষে আরাধ্যা দাস। দেড় করে পয়েন্ট পেয়েছে অঞ্জু সরকার, আদ্রিজা সাহা, নিলাক্ষী দেবনাথ ও নভ্যা দে। এই টুর্নামেন্টেও দশজন মহিলা দাবারু অংশ নিয়েছেন। আগামীকাল সকাল সাড়ে দশটায় প্রতিযোগিতার অন্তিম তথা চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।