পূর্ব মেদিনীপুর, ১১ মে (হি.স.) : কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি। তাঁর বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তা নিয়ে সরব বিরোধীরা।
শুক্রবার কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে জনসভা করেন অখিল গিরি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আক্রমণ করে বলেন, “রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে। মেয়েটি দেখতে সুন্দর। কাজকর্ম করে। তাঁর লোভ লেগে গিয়েছে। তাঁর অফিসে কাজকর্ম করে। হাত ধরে টেনেছে। বুড়া তোর যদি লোভ লেগে থাকে, তাহলে দক্ষিণ ভারতে যা। রাজ্যপাল আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। এখানে কেন এমন করছিস? এসব নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না? অমিত শাহরা দেখতে পাচ্ছে না। রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান। তার পর সন্দেশখালি নিয়ে বলবেন।”