BRAKING NEWS

ভিকি খুনকাণ্ডের ঘটনায় আটক দুই অভিযুক্তকে ফের রিমান্ডে পাঠালো আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: ভিকি খুন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎধর চৌধুরীকে শুক্রবার আবারো আদালতে তোলা হয়। তাদের ফের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী শঙ্কর লোধ জানান, অভিযুক্ত প্রদ্যুৎ ধর চৌধুরীকে পুনরায় ছয় দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। সুস্মিতা সরকারকে আরও ৮ দিনের জন্য পুলিশ রিমান্ডে নির্দেশ দিয়েছে আদালত। তিনি আরো জানিয়েছেন আগামীকাল অর্থাৎ শনিবার রাজ্যে নিয়ে আসা হবে ঝাড়খন্ড থেকে আটক আকাশ কর নামে অন্য এক অভিযুক্তকে। তাকে আগামীকাল কোর্টে সোপর্দ করা হবে।

এদিকে আইনজীবী আরো জানান, অভিযুক্ত প্রদ্যুৎধর চৌধুরী গত দু মাসে প্রায় ২০০ অধিক ফোন কল করেছেন। কেন এত ফোন কল করেছেন তিনি সে ব্যাপারে স্পষ্ট তো কোন কিছুই বলছেন না তিনি। তার জন্য তাকে ফের পুলিশ রিমান্ডে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে।

অভিযুক্ত সুস্মিতা সরকারকেও জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সে জানিয়েছে গত ২৭-২৮ তারিখে মৃত দুর্গা প্রসন্ন দেবের সঙ্গে এক মিটিং করেছে সে। তাদের সঙ্গে আরও অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে সেই মিটিংয়ে আর কে কে উপস্থিত ছিলেন সে বিষয়ে মুখ খুলতে নারাজ সুস্মিতা। তাই ফের থাকে পুলিশ রিমান্ডে নিয়ে আরো বিভিন্ন তথ্য তার থেকে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপরদিকে বহিরাজ থেকে আটক আকাশ করকে শনিবার আদালতে সোপর্দ করে তাকে পুলিশ রিমান্ডে0 নিয়ে গিয়ে এ কোন কাণ্ডের আরো গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *