ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। ত্রিপুরার ফুটবলাররা আগামীকাল গ্রুপ লীগের প্রথম ম্যাচে খেলতে মাঠে নামছে। প্রতিপক্ষ অরুণাচল প্রদেশ। জি গ্রুপের খেলা। জাতীয় পর্যায়ের ফুটবল। অনূর্ধ্ব ২০ পুরুষ বিভাগের টুর্নামেন্ট। যার শিরোনাম মুখ্যত স্বামী বিবেকানন্দ অনুর্ধ ২০ জাতীয় ফুটবল আসর। টুর্নামেন্ট হচ্ছে ছত্তিশগড়ের নারায়ণপুরে রামকৃষ্ণ মিশন আশ্রম গ্রাউন্ডে। খেলা হবে সকাল সাড়ে সাতটায়। গ্রুপের অপর খেলায় আগামীকাল মধ্যপ্রদেশ ও আসাম একই মাঠে বিকেল চারটায় পরস্পরের মুখোমুখি হবে। জি গ্রুপের মতো এফ গ্রুপের খেলাও ১২ মে থেকে শুরু হবে। ১২ মে সকাল সাড়ে সাতটায় রাজস্থান খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে। বিকেল চারটায় একই গ্রুপের অপর খেলায় মিজোরাম খেলবে মেঘালয়ের বিরুদ্ধে। ত্রিপুরার দ্বিতীয় ম্যাচ ১৩ মে বিকেল চারটায় আসামের বিরুদ্ধে এবং গ্রুপ লীগের তৃতীয় তথা অন্তিম ম্যাচ ১৫ মে সকাল সাড়ে সাতটায় মধ্যপ্রদেশের বিরুদ্ধে। রাজ্য দলের খেলোয়াড়রা ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: মনি ত্রিপুরা, বিলাস দেববর্মা, বিপ্লব দেববর্মা, বিরু দেববর্মা, পহর দেববর্মা, বিমল কুমার রিয়াং, লিয়ান মৈয়া ডার্লং, দীনেশ জমাতিয়া, আসালাং কুমার রিয়া়ং, আদি দেববর্মা, জুয়েল দেববর্মা, জন জমাতিয়া, নবকিশোর সিংহ, বিনোদ কুমার রিয়াং সুদীপ কুমার চক্রবর্তী, অমিত জমাতিয়া, রাহুল রাই রিয়াং, রাজীব সিংহ। কোচ রাজেশ রায় চৌধুরী, ম্যানেজার শুভেণজিৎ সিনহা, ফিজিও সায়নদীপ দেব। মোট ৩২ দলীয় ৮ গ্রুপের এই টুর্নামেন্টে ইতোমধ্যে ছটি গ্রুপের খেলা শেষ হয়েছে। মনিপুর, দিল্লি কর্ণাটক, কেরালা, ওয়েস্টবেঙ্গল এবং তেলেঙ্গানা যথাক্রমে নিজ নিজ গ্রুপ থেকে শীর্ষস্থান পেয়ে মূল পর্বে খেলার ছাড়পত্র সংগ্রহ করে নিয়েছে। গ্রুপ এফ এবং জি থেকে মূল পর্বে কোন্ দল পৌঁছে, সেটাই এখন দেখার বিষয়।