নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: যাত্রীবাহী অটো উল্টে শিশুসহ আহত হয়েছেন পাঁচজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায়। ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে উদয়পুর থেকে কাকরা বন যাওয়ার পথে জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী অটো গাড়ি শিশুসহ ৬ জন যাত্রী নিয়ে রাস্তার মোড় নিতে গিয়ে আচমকা উল্টে যায়। যার ফলে অটোতে থাকা প্রত্যেকেই অল্পবিস্তার আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান তারা। অটোটি দ্রুতগতিতে বাক নেওয়ার ফলেই দুর্ঘটনাগ্রস্থ হয়েছে বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের।