BRAKING NEWS

রকির ৭ উইকেট, ঋতুরাজের দেড়শ’ বিফলে ওপিসি-কে হারিয়ে ১ম জয় চলমান সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে চলমান সংঘ। তাও টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচের মাথায়। হারিয়েছে ওল্ড প্লে সেন্টারকে ৭৬ রানের বড় ব্যবধানে। খেলা সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। প্রথম ম্যাচে পোস্টার এর কাছে ৪৬ রানে হেরে এক ধাপ পিছিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে আজ, বৃহস্পতিবার ৭৬ রানের বড় ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এমবিবি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে চলমান সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট এর বিনিময়ে ২৮৬ রান সংগ্রহ করে ব্যাটার্সরা বেশ দক্ষতার পরিচয় দেয়। দলের পক্ষে তন্ময় দাসের ১৩৫ রান যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়া, রকির ৬০ রান, কৃষ্ণ কমল আচার্যের ৩৩ রান, রঞ্জিত দেববর্মার ২৩ রান উল্লেখ করার মতো। তন্ময় ১২৭ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। ওল্ড প্লে সেন্টারের রাহুল চন্দ্র সাহা ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেয়। এছাড়া, দ্বিপেন বিশ্বাস, অর্কজিৎ দাস, ঋতায়ন দে ও রোশন বিশ্বকর্মা প্রত্যকে একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে ওল্ড প্লে সেন্টারের ব্যাটসম্যানরা যথেষ্ট চেষ্টা করে ২০০ রানের গণ্ডি পের হলেও শেষ রক্ষা করতে পারেনি। ৪৫.১ ওভার খেলে ২১০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ফার্স্ট ডাউনে  নেমে ঋতুরাজ ঘোষ রায় দুর্দান্ত খেলে একাই ১৫৭ রান সংগ্রহ করলেও অন্যদের চূড়ান্ত ব্যর্থতায় শেষ রক্ষা দূর অস্ত ঠেকে। ঋতুরাজ ১৪৫ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ১৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। ‌ চলমান সংঘের রকি বোলিংয়েও দুর্দান্ত সাফল্য পেয়েছে ২৮ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করে। ঋতুরাজ কে টিকিয়ে রেখে অপরদিকে একে একে উইকেট দখলের মধ্য দিয়ে ওপিসিকে আটকে দেয়। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে রকি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। কৃষ্ণ ধন নমঃ, জয়দেব দেব ও অঙ্কিত বিশ্বকর্মা প্রত্যকে একটি করে উইকেট পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *