BRAKING NEWS

শ্রীলঙ্কায় এ বছরই হবে রাষ্ট্রপতি নির্বাচন, জানাল সেদেশের নির্বাচন কমিশন

কলম্বো, ৯ মে (হি.স.): শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন এ বছরেই হবে বলে সে দেশের নির্বাচন কমিশন বৃহস্পতিবার ঘোষণা করেছে। কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরের মধ্যে এই ভোটগ্রহণ করা হবে। সাংবিধানিক সংস্থান মেনেই রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও কমিশন জানিয়েছে।

বৃহস্পতিবার দ্বীপ রাষ্ট্রের নির্বাচন কমিশন জানিয়েছে, শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরের মধ্যে। আগের রাষ্ট্রপতি নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল, যখন গোতাবায়া রাজাপাক্ষে ভোটে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু দেশে অর্থনৈতিক সঙ্কট এবং বিক্ষোভের মধ্যে ২০২২ সালের জুলাই মাসে তিনি পদত্যাগ করেন। এরপর রনিল বিক্রমাসিংহেকে এই বছরের নভেম্বরে শেষ হওয়া বাকি মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত করে সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *